ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬ হাজার ইয়াবাসহ মো. ইলিয়াছ নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব আর এই ঘটনা কক্সবাজারের টেকনাফের মোচনী এলাকায়। সোমবার বিকেলে হ্নীলা ইউপিমোচনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গা হ্নীলা ইউপি লেদা ক্যাম্পের ব্লক সি/৩ এর বাসিন্দা আবু ছিদ্দিকের ছেলে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জনাব, আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।