ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি আর এই ঘটনা হবিগঞ্জের চুনারুঘাটের রেমার তলববাজার থেকে। মঙ্গলবার রাত ১০টার দিকে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার দুপুরে রেমা ক্যাম্পের হাবিলদার ওলিউল্লার নেতৃত্বে বিজিবি একটি দল তলববাজার থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। এরপর ওই ভারতীয় নাগরিক কেরেলা ভাষায় কথা বলছেন। বিকেলে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ আটক ভারতীয় নাগরিকের নাম ও পরিচয় সংগ্রহ করার চেষ্টা করবে। একই সঙ্গে তারা এটাও খুঁজে বের করবে কি কারণে ওই ভারতীয় রেমায় এসেছেন।
এ বিষয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব, মহসিন আল মুরাদ জানান, আটককৃত ব্যক্তির ভাষা স্পষ্ট বুঝা যাচ্ছে না। তবে সে ভারতীয় নাগরিক হবে। তার ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।