ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালের শুভ উদ্বোধন করা হয়েছে ফরিদপুরের নগরকান্দায়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের বাস্তবায়নে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল এর শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব, অতুল সরকার। এর আগে জেলা প্রশাসক জনাব, অতুল সরকার উপজেলার পুরাপাড়া ইউনিয়নের নব নির্মিত ভূমি অফিসের উদ্বোধন ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মিরাকান্দায় প্রধান মন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্প পরিদর্শন এবং উপকার ভোগীদের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করেন। সবশেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুধীজন, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্ন অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক জনাব, অতুল সরকার। জেলা প্রশাসক উপজেলা চত্তরে এসে পৌছালে সকল শ্রেনী পেশার লোকজন জেলা প্রশাসক জনাব, অতুল সরকারকে ফুলের শুভেচছা জানায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, জেতী প্রু, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, সুমিনুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মোহাম্মদ সেলিম রেজা বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, কামরুন্নাহার রিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, আরডিও তাপস শাখারী, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও সুধীজন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”