ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, একজনের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা সদরে, একজনের বাঘেরহাট জেলা সদরের দশআনি গ্রামে ও আরেকজন আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন কলোনীর বাসিন্দা।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জনাব, জালাল উদ্দীন জানায়, আবাসিক হোটেলে অনেকদিন যাবৎ অসামাজিক কাজ বন্ধ ছিল। শুক্রবার সকালে ফের অসামাজিক কাজ চলছে এমন সংবাদের ভিত্তিতে হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ মোট তিন জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।