ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনুষ্ঠিত হলো পটুয়াখালী জেলা যুবলীগের বর্ধিত সভা দীর্ঘ নয় বছর পর। শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুবলীগ আহবায়ক আরিফুজ্জামান রনি সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম।
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম আল সাইফুল সোহাগ,কেন্দ্রীয় যুবলীগ নেতা মো.রাশেদুল হাসান সুপ্ত,মামুন আযাদ,বিশাল চন্দ্র হাওলাদার ও হুমায়ুন কবির।
সভায় তৃনমূল নেতাদের দাবীর প্রেক্ষিতে আগামী নভেম্বরে জেলা যুবলীগের কমিটি ঘোষনা করা হবে বলে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্ভাব্য কমিটিতে ত্যাগী কর্মীদেরই সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে আশ্বাস প্রদান করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
“মিজানুর রহমান অপু সংবাদদাতা পটুয়াখালী”