মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:৫৫

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩’শ পিচ ইয়াবাসহ বিপ্লব মোল্লা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ আর এই ঘটনা ফরিদপুরের সালথায়।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বল্লভদী এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিপ্লব বল্লভদী গ্রামের রুস্তম মোল্লার ছেলে। এসময় আটককৃত বিপ্লবের নিকট হতে ৩০৫ (তিনশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।
মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক জনাব, মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ ফরিদপুরের সালথা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।