ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ৯হাজার ৬৮০টি ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া শরণার্থী ক্যাম্পে নুরতাজ বিবি নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হ্নীলা ইউপি জাদিমুড়া ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা নারী একই ক্যাম্পের বাসিন্দা আব্দুল শুক্কুরের স্ত্রী।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এপিবিএন পুলিশের একটিদল ক্যাম্পের ব্লক-এ/৪ এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৬৮০টি ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করে।
তিনি আরো বলেন, ইয়াবাসহ আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।