ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাবেক কাউন্সিলরের বাসায় নেত্রকোনার দুর্গাপুরে আগুন দিয়েছে দূর্বত্তরা। দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জনাব, মো. মতিউর রহমানের বাসায় কে বা কাহারা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়।
শনিবার ভোর রাত প্রায় সাড়ে ৪টার দিকে দক্ষিণপাড়া বাসায় আগুন লাগানোর ঘটনা ঘটে। এ ব্যাপারে জনাব, মতিউর রহমান জানান,আমি বাসায় ঘুমন্ত অবস্থায় ছিলাম হঠাৎ রাত প্রায় সাড়ে তিনটার দিকে পেট্রোল এর গন্ধ পেয়ে বসত ঘরের দরজা খুলে বাহিরে এসে দেখি দুটি মটরসাইকেল ও বারান্দায় রাখা কাপড়গুলো আগুনে দাউ দাউ করে পুড়ছে।
এ সময় আগুনের লেলিহান শিখা টিনের চালে ছড়িয়ে পড়েছে। আমার ডাক চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে একটি মোটরসাইকেল পুরোপুরি পুড়ে গেছে ও অন্যটি অর্ধেক পুড়েছে এবং এ বিষয়ে দুর্গাপুর থানাকে অবহিত করা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, শাহ্ নূর-এ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে
জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
শনিবার সকালে দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব, সাজ্জাদুর রহমান সাজু, বাকলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, শফিকুল ইসলাম শফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব, আব্দুল্লাহ্ হক সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”