রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৫২

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ডেউটিন ও নগত অর্থ বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘুর্ণিঝড় আফফানের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র পক্ষে ডেউটিন ও নগত অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর, গহেরপুর, বিবিরকান্দি, ধুতরাহাটি, ঘূর্ণিঝড় আফফানে ক্ষতিগ্রস্থদের মাঝে সংসদ উপনেতার পক্ষে তার রাজনৈতিক প্রতিনিধি জনাব, শাহদাব আকবর চৌধুরী লাবু এই ডেউটিন ও নগত অর্থ বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব, জেতী প্রু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির প্রমুখ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”