শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৩৯

উল্টাছড়ি ও চেঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২ নং চেঙ্গী ও ৫ নং উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলায়।
৪ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪ টার সময় প্রেস কমিটির মাধ্যমে আওয়ামীলীগের দলীয় কার্যালয় মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি দেওয়া হয়।
এতে ফরহাদ মিয়াকে সভাপতি ও শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও ইয়াসিন ইরফান সাহিফকে সাংগঠনিক সম্পাদক করে অন্যদিকে পানছড়ি ২ নং চেঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পিংকু চাকমা ও সাধারণ সম্পাদক পরেশ চাকমা ও প্রসেনজিৎ চাকমা সাংগঠনিক সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি দেওয়া হয়।
পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের সাক্ষরিত এই ইউনিয়ন কমিটি দেওয়া হয়েছে। এই সময় ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছি।
আশা রাখি উলটাছড়ি ইউনিয়ন ছাত্রলীগ কমিটি ও চেঙ্গী ইউনিয়ন কমিটি একটি সুন্দর ও পুর্নাঙ্গ কমিটি নির্ধারিত সময়ের মধ্যে দিতে পারবে। শুভ কামনা রইলো নতুন সবার জন্য।
উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহির উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে লালন করে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে নতুন কমিটি কাজ করবে এই প্রত্যাশা রাখি।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”