শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:২০

কারেন্ট জাল ফরিদপুরের নগরকান্দায় ধ্বংস এবং জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
“ছোট মাছ ধরবো না, দেশের ক্ষতি করবো না” এই স্লোগান কে সামনে রেখে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আখতারের সার্বিক সহযোগিতা ১লা সেপ্টেম্বর বুধবার সকাল থেকে উপজেলার ঝাটুরদিয়া বাজার ও চাঁদহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, জেতী প্রু। মৎস্য নিধন আইনে ৪জন কে কারেন্ট জাল বিক্রি করায় ১৬ হাজার নগদ অর্থ জরিমানা করে এবং এছাড়া আনুমানিক ২ লাক্ষ টাকার জাল পুড়িয়ে দেয়। সেই সাথে সবাইকে ছোট মাছ না ধরার অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আখতার, এসআই গোলাম কিবরিয়া প্রমুখ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”