ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৮টি ইটভাটায় অভিযান চালিয়েছে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ফাইতংয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। একের পর এক পাহাড় কাটা ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তাদের জরিমানা করা হয়। এসব ইটভাটা থেকে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ ধারার আলোকে ইটভাটাগুলো থেকে জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ের পরিচালক জনাব, মফিদুল আলম প্রেরিত এক বার্তায় এইসব তথ্য জানা যায়। বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় পাহাড় কেটে এবং বনের মধ্যেই প্রায় ৫০টি অবৈধ ইটভাটা গড়ে উঠে। সেসব ইটভাটায় বছরের পর বছর ধরে বনের কাঠ সাবাড় করে ইট পুড়ানো হয়।