ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণায় অভিযান চালিয়ে ইতিমধ্যে বেশ কিছু চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে ও বেশ কয়েকজন চিহ্নিত চোরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো চুরি যাওয়া ৩টি মোটরসাইকেল উদ্ধার ও ২জন গ্রেফতার।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট মোক্তারপাড়া এলাকা হতে ০১টি সুজুকি মোটর সাইকেল চুরি হলে উক্ত ঘটনায় নেত্রকোণা মডেল থানায় মামলা রুজু হয়। উক্ত চুরির ঘটনায় জড়িত আসামী মোঃ মারুফ আহম্মেদ (২১) কে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে পৌরসভাধীন সড়ক ও জনপথের ভিতর হতে উল্লিখিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরবর্তীতে কোর্টের নির্দেশে মারুফকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে পৌরশহরের আবু আব্বাস কলেজের সামনে হতে মোটর সাইকেল চোর হৃদয় হাসান হাবিব (১৯) কে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গফরগাঁও এলাকা হতে ০১টি হিরো গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ৩১ আগস্ট মঙ্গলবার সকালে নেত্রকোণা বড় ষ্টেশন এলাকা হতে ০১টি হিরো স্পীন্ডার মোটর সাইকেল চুরির হওয়ার অভিযোগ পাওয়া গেলে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সাতপাই এলাকা হতে উল্লিখিত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
এব্যাপারে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, খন্দকার শাকের আহমেদ জানান, মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরিসহ সকল প্রকার অপরাধ বন্ধে ও অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”