বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:০০

কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং কারাগারে যুবক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কলেজ ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে রংপুরের তারাগঞ্জে অন্যের বাড়িতে নিয়ে ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় কলেজছাত্রী নিজেই বাদী হয়ে সোমবার বিকালে থানায় অভিযোগ দায়ের করেন।
ওই রাতেই অভিযুক্ত ফরিদুল ইসলামকে উপজেলার বুড়িরহাট বাজার থেকে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে আসে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নে এক কলেজছাত্রীর (১৭) সঙ্গে দীর্ঘ এক বছর থেকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একই উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর মৌলভীপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২১)। প্রেমের সম্পর্কের ফাঁকে অভিযুক্ত ফরিদুল ইসলাম বিয়ের আশ্বাস দিয়ে চলতি বছরের ২০ মে তারাগঞ্জ থানাপাড়ার বাসিন্দা কালাম মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ করে।
এরপর বিয়ের জন্য ওই কলেজছাত্রী অভিযুক্ত ধর্ষক ফরিদুল ইসলামকে চাপ দিলে বিভিন্ন কৌশলে এড়িয়ে যেতে থাকে। এ ঘটনায় সোমবার বিকালে ওই কলেজছাত্রী নিজেই বাদী হয়ে ফরিদুল ইসলামকে অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেন।
তারাগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী অফিসার মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং অভিযুক্ত ফরিদুল ইসলামকে জেলহাজতে প্রেরণ করেন।