ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গৃহবধুকে উত্ত্যক্ত করা করার অভিযোগে দিনাজপুরের হিলিতে দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩০ আগস্ট) সকালে হাকিমপুর উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও ইউএনও জনাব, মোহাম্মদ নুর-এ আলম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দেলোয়ার উপজেলার বোয়ালদাড় (বানিয়াল) গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, মোহাম্মদ নুর-এ আলম জানান, দন্ডপ্রাপ্ত দেলোয়ার পাশ্ববর্তী এক গৃহবধুকে প্রায় উত্ত্যাক্ত করে আসছিল। তার স্বামী তাকে একাধিকবার নিষেধ করলে সে উল্টো হুমকি দিত। রবিবার ওই গৃহধুর স্বামী ব্যবসায়িক কাজে বাহিরে থাকায় সন্ধ্যায় বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধুরে উত্ত্যক্ত করে। বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে পরদিন সোমবার হাকিমপুর থানা পুলিশের সহযোগীতায় তাকে আটক করে দন্ডবিধি ৩৫৪ ধারা মোতাবেক তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।