মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১০:১৩

সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ব্যবসায়ীর সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আর এই ঘটনা হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার ০৮ নং সদর ইউনিয়নের মুরাদপুর এলাকায়। রোববার (২৯ আগস্ট) রাত ৯ টার দিকে মুরাদপুর জামেয়া মসজিদ সংলগ্ন রাস্তার উপরে এ ঘটনা ঘটে।
ভিকটিম ব্যবসায়ীর নাম মো. খালেদ মিয়া (২২)। তিনি বানিয়াচং থানার হলদারপুর গ্রামের মাওলানা আব্দুল শহিদের ছেলে। নবীগঞ্জ মিম্বর টাওয়ার এর ব্যবসায়ী গ্রামীণ টেলিকম এর মালিক মো. খালেদ মিয়া বলেন, আমার দোকানে বিকাশের লেনদেন করার প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে যাওয়ার সময় মুরাদপুর এলাকায় মসজিদের সামনে আসার পর কয়েকজন লোক আমাকে ডাক দেয়। এতে আমি দাঁড়ালে আমার টাকার ব্যাগে হাত দেয় তারা। পরে আমি বলছি টাকার ব্যাগে হাত দেন কেন, বলার পর তারা আমাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে মাটিতে ফেলে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
তাদের কাউকে আমি চিনতে পারি নাই। তিনি বলেন, আমার কাছে নতুন বাজারের এক ব্যক্তির টাকা পাওনা ছিল, ওনাকে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এরকম ছিনতাই হবে কখনও ভাবি নাই।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ডালিম আহমেদ জানান, এই বিষয়ে কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।