ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পলাতক থাকার পর ভুরুঙ্গামারী থেকে ১৬ বছরের দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। রবিবার (২৯ আগস্ট) ভোরে ভুরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। সে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা এলাকার মৃত কাজী আনোয়ারুল হকের ছেলে কাজী আজানুল হক।
পুলিশ জানিয়েছে, কাজী আজানুল হক (৬৫) ১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দিন লাহিড়ীহাট খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) হিসাবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা হয়। ওই মামলায় তার ১৬ বছর সাজা হয়।
আজানুল হক মামলা হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। পুলিশ বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারে ওই আসামি ভুরুঙ্গামারীতে আত্মগোপন করে আছে। এ খবর জানতে পেরে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সদর সার্কেল) জনাব, উৎপল কুমার রায়ের নেতৃত্বে এক দল পুলিশ ভুরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতা নিয়ে রবিবার ভোরে ভুরুঙ্গামারী হাসপাতাল পাড়া থেকে থেকে তাকে গ্রেপ্তার করে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আলমগীর হোসেন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।