শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১০:৪৬

কিশোরীকে নির্যাতন এবং গ্রেফতার ৪ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধর্ষণচেষ্টা মামলা তুলে না নেওয়ায় এক কিশোরী ও তার মা-বাবাকে প্রকাশ্যে লাঠিপেটার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে কুমিল্লার দেবিদ্বারে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার জেলার বিভিন্ন জায়গায় র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তবে এ ঘটনার মূল আসামীকে এখনও গ্রেফতার করা যায়নি। গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার কুরছাপ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম (৬৮) ও মো. মোস্তফা কামাল (৬১), কাউছারের স্ত্রী মোসা. নারগিছ বেগম (৩০) এবং আটক মোস্তাফা কামালের স্ত্রী মোসা. কুলছুম বেগম। এর আগে বৃস্পতিবার রাতে নির্যাতনের শিকার ওই কিশোরীর বাবা মো.জামাল হোসেন ৬ জনের নাম উল্লেখ করে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।