বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:২০

জেলা পরিষদের সদস্য খাগড়াছড়ি জেলায় বন্যার্ত এলাকা পরিদর্শন করেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্যার্ত এলাকা পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জনস্বাস্থ্য
প্রকৌশলী অধিদপ্তরের আহ্বায়ক জনাব, পার্থ ত্রিপুরা জুয়েল। খাগড়াছড়ি বন্যা কবলিত এলাকা গুলোর পরিদর্শন করেন তখন বন্যার্ত মানুষের মাঝে মধ্যে বিতরণ করার জন্য সুপেয় বিশুদ্ধ পানি সরবারহ ও পান করানোর লক্ষে পানি আর্সেনিক মুক্ত বিশুদ্ধ করন টেবলেট ও জিবানু মুক্ত থাকার জন্য সবান।
জনগনের মাঝে বিতরণ করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে হস্তান্তর করা হয়। জীবাণু মুক্ত সাবান এলাকা বাসীর জন্য জেলা পরিষদের পক্ষ হতে জনস্বাস্থ্য প্রকৌশলী এর মাধ্যমে প্রদান করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার নির্বাহী প্রকৌশলী জনাবা, রেবেকা আহসান, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব, মোঃ আকতার হোসেন, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, জ্ঞান রঞ্জন ত্রিপুরা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব, আম্য মারমা, সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী কলি চাকমা, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব, মোঃ জাবেদ হোসেন প্রমূখ।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”