ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২ লাখ চিংড়ির অবৈধ রেনুসহ পটুয়াখালীর মহিপুরে ৪ রেনু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নিজামপুর কোষ্টগার্ড। আলীপুর বাজারের একটি গদিতে অভিযান চালিয়ে তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আইয়ুব আলী (৫৮), জলিল মীরা (৫০), দেলোয়ার মল্লিক (৪৮) ও ছগির (৩০)। তাদের সবার বাড়ী মহিপুর থানার বিভিন্ন গ্রামে। পরে জব্দকৃত চিংড়ি রেনু শিবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনের নামে মহিপুর থানায় মৎস্য সংরক্ষন ও সুরক্ষা বিধিমালা আইনে একটি মামলা দায়ের করেছেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চিংড়ি রেনুর ব্যবসা করে আসছে। অবৈধ চিংড়ি রেনু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
“মিজানুর রহমান অপু সংবাদদাতা পটুয়াখালী”