ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অলিম মিয়া (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ আর এই ঘটনা হবিগঞ্জের বানিয়াচংয়ে।
হবিগঞ্জের পুলিশ সুপার জনাব, এসএম মুরাদ আলী মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার রাতে হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে ওই কিশোরকে আটক করা হয়। গত ২১ আগস্ট বিকালে বানিয়াচংয়ের যাত্রাপাশা গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ধর্ষণের শিকার শিশুর (৬) বাবা একজন রিকশাচালক। ঘরে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত কিশোর ওই শিশুকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে তার মা এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। এসময় অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।
শিশুটিকে রক্তাক্ত অবস্থায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনকি হাসপাতালে পাঠান। শিশুটির পিতা বাদী হয়ে হবিগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার পর সোমবার অভিযুক্ত কিশোরকে আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা বিরাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।