ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিপিতা প্রাচী (২১) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চট্টগ্রামের নন্দনকানন এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে নর্দান হিলপার্কের ৭ম তলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মোহাম্মদ নেজাম উদ্দীন
দিপ্রিতা পটিয়া উপজেলার বড়লিয়া এলাকার অরুণ শীলের মেয়ে। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। জানা যায়, পরিবারের সঙ্গে অভিমান করে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
পুলিশ জানায়, গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়েছিল সিলিংয়ের সঙ্গে, কিন্তু ওড়না ছিঁড়ে নিচে পড়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জনাব, মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা, নাকি হত্যা।