শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:১৪

জাতীয় শোক দিবস পালিত যথাযথমর্যাদায় নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে যথাযথ মর্যাদায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে শোক দিবস পালিত হয়।
১৫ আগষ্ট রবিবার সকাল নয় টার সময় নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধান অতিথি মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতিনিধি জনাব, শাহাদাব আকবর লাবু চৌধুরী,পর্যায় ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন নগরকান্দা উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ উপজেলা আওয়ামী লীগ, নগরকান্দা পৌরসভা,নগরকান্দা থানা,আওয়ামী যুবলীগ, আওয়ামী কৃষক লীগ,আওয়ামী ছাত্রলীগ,ও বিভিন্ন অঙ্গসংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলো। এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান জনাব, মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, জেতী প্রু, নগরকান্দা সার্কেল জনাব, সুমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাভলী ইয়াসমিন, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, সেলিম রেজা বিপ্লব, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর একান্ত সচিব জনাব, শফিউদ্দিন শফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব, বেলায়েত হোসেন মিয়া সহ আরও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”