শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:১১

এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে সুনামগঞ্জের শন্তিগঞ্জ উপজেলায়।
নিহত যুবক উপজেলার পাথারিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের কুমড়িআইল গ্রামের তাজুল ইসলামের বড় ছেলে মনসুর আলম (২৮)।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর এ ঘটনাটি ঘটে ।
স্থানীয় এলাকাবাসী জানায়, জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মাহমদখালী কাটাগাং এলাকার মুসা চারকল মিলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর এলাকাবাসী তাকে তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কাজী মোক্তাদির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।