মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:৪৩

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বারহাট্টা উপজেলায় করোনা প্রতিরোধক বুথ স্থাপন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুজিব বর্ষ উপলক্ষে নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদের সামনে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক জনাব, রফিকুল ইসলাম আজাদ বকুল।
এ বুথে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সুবিধা পাওয়া যাবে। ব্যবহার করা মাস্কও ফেলা যাবে এ বুথে।
দুপুরে করোনা প্রতিরোধক বুথের প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব, মুহাম্মদ মাইনুল হক কাশেম।
মানুষের ব্যবহারের জন্য এ বুথে নিয়মিত প্রয়োজনীয় সংখ্যক মাস্ক রেখে যাবেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ছাড়াও এসময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, এস এম মাজহারুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) মিসঃ সানজিদা চৌধুরী , বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব, ডাঃ মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা সমাজ সেবক জনাব, মনোরঞ্জন সরকার, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক জনাব, অসিত সরকার, বারহাট্টা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব, ফেরদৌস আহমেদ বাবুল, বারহাট্টা উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জনাব, শেখ ফরিদ, বারহাট্টা উপজেলা শিক্ষক প্রতিনিধি শান্তনা রানী দত্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জনাব, বিশ্বজিৎ দাশ ও জনাব, নাজমুল হক কাশেম সহ ছাত্রলীগ, যুবলীগ, সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”