ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ক্রেতা সেজে ইয়াবা কেনার সময় র্যাবের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলিতে আবুল কাশেম (২৫) নামে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন আর এই ঘটনা কক্সবাজারের টেকনাফে।
এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশিয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছেন।
শনিবার (৭ আগষ্ট) দুপুরে হোয়াইক্যং লম্বাবিল মাঝের পাড়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। র্যাবের দাবি, গুলিবিদ্ধ মাদক কারবারি হোয়াইক্যং লম্বাবিল মাঝের পাড়া গ্রামের মৃত মো. হোসেনের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ মেজর জনাব, মো. আরেফিন।
তিনি জানান, শনিবার দুপুরে একটি মাদককারবারি চক্রের কাছে থেকে ক্রেতা সেজে র্যাবের একটি দল ইয়াবা কিনতে সেখানে গেলে, র্যাবের উপস্থিত টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুঁড়ে। এসময় র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এতে মাদক কারবারিরা পাহাড়ে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র-গুলিসহ ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে এমএসএফ মা ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।