ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চেতনানাশক স্প্রে দিয়ে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জে। স্প্রের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের ৩ জন হাসপাতালে রয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের জেলে জামাল চাপরাশীর বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ শুক্রবার বেলা ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয়রা জামাল চাপরাশী(৫৫), তার স্ত্রী মালেকা বেগম(৪৫) পুত্রবধূ রুমি বেগমকে(২৫) অজ্ঞান অবস্থায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন। অজ্ঞাত দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে।
জানা গেছে, ঘটনার রাতে ১১ টার দিকে জামাল চাপরাশীর বাড়ির সকলে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার মেয়ে সুমি আক্তার ঘরের মধ্যে চোরের উপস্থিতি টের পান। এক পর্যায়ে দেখেন তার পরিবারের কেউ সাড়া দিচ্ছেনা। কিছুটা কম বিষাক্রান্ত হওয়ায় সুমি আক্তার রাতেই প্রতিবেশীদের ডাকেন।
এ বিষয়ে থানার ওসি জনাব, মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
“খ.ম. নাজাকাত হোসেন সবুজ সংবাদদাতা বাগেরহাট”