ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ বালু ব্যবসায়ীদের জরিমানা এবং কারাদণ্ড করেছে সদর উপজেলা প্রশাসন আর এই ঘটনা মানিকগঞ্জে।
শুক্রবার (০৬ আগস্ট) ভোরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাচবারইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বালু ব্যবসায়ীদের কারাদণ্ড ও জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, মোহাম্মদ ইকবাল হোসেন।
কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উওোলনের সময় ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বালু ব্যবসায়ীদের চার জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। একইসাথে আরোও তিন জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক জনকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নবগ্রাম ইউনিয়নের পাচবারইল এলাকায় কালিগঙ্গা নদীর আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে নদীর তলদেশ হতে বিক্রয়ের উদ্দেশ্যে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চারজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। আরোও তিনজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।