রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:১২

২ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে ইয়াবাসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ২ হাজার ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ আর এই ঘটনা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। আটককৃতদের নাম হলো- ১. রোকেয়া ধলু (৩০) ও ২. মোঃ জালাল (৩৩) বলে জানা যায়।
রবিবার (০১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০-এর মিডিয়া সেল থেকে জানান, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ছয় লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের ২ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ এর আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।