ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নওগাঁর সাপাহারে ৩ টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ১ নং সাপাহার ইউনিয়ন পরিষদে এডিপি’র অর্থায়নে উপজেলার বাহাপুর, মদনশিং ও পিছলডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণ করা হয়। কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবা নিতে আসা সেবাপ্রর্থীদের মাঝে বিন্যামূল্যে এ ওধুষ বিতরণের লক্ষে ক্লিনিকে কর্মরত হেল্থ প্রোপ্রাইটরদের হাতে বিভিন্ন পরিমানে ওষুধের বক্স তুলে দেন ইউপি চেয়ারম্যান জনাব, আকবর আলী। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মহিদুল হক, ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী, তরিকুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দরা।
“জাহাঙ্গীর আলম মানিক সংবাদদাতা সাপাহার (নওগাঁ)”