ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঈদের খুতবা নিয়ে উত্তেজনায় ছুরিকাঘাতে একজন খুন হয়েছে আর এই ঘটনা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। নিহত তরুন উপজেলার কর্মধা এলাকায় সুমন মিয়া (২২)। বুধবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে মনছড়া বস্তি এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে।
স্থানীয় কর্মধা ইউপি চেয়ারম্যান জনাব, এম এ রহমান আতিক বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে বলেন, ঈদের দিন সকালে ঈদের জামাতে মনছড়া মসজিদে ইমামের খুতবাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে উক্ত ঘটনার জের ধরে বিকেল ৩টার দিকে উভয়পক্ষের মধ্যে বিবাধের একপর্যায়ে আনফর আলীর ছুরিকাঘাতে প্রতিপক্ষের সুমন আহত হন। ছুরিকাঘাতের পরে গুরুতর আহত সুমনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পরপর কুলাউড়া থানার ওসি জনাব, বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে হত্যার সাথে জড়িত ঘাতক একই এলাকার আনফর আলীকে গ্রেপ্তার করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, বিনয় ভূষণ রায় বলেন, উক্ত ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামী আনফর আলীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।