বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২২

গাজাঁসহ মোংলায় এক নারী মাদক ব্যাবসায়ী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাগেরহাট জেলার মোংলায় বিপুল পরিমান গাঁজাসহ বেবী নামের এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করে।
মঙ্গলবার (১৩জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মুরগী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার বসত ঘর তল্লাশী করে বেশ কিছু গাঁজার পুড়িয়া, গাঁজা বিক্রির নগদ টাকা ও একটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়।
মোংলা উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট জনাব, নয়ন কুমার রাজবংশী জানান, গোপন সংবাদের সুত্র ধরে শহরের মুরগী বাজার এলাকায় অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। এসময় বেবী বেগম নামের এক মাদক ব্যাবসায়ীর ঘর তল্লাশি করলে সে সময় ঘর থেকে পালানোর চেষ্টা করলে মোংলা থানার মহিলা পুলিশের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হয়। পরে পুলিশ, নৌবাহিনী, কোষ্টগার্ড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তার ঘর তল্লাশী করে বিপুল পরিমান গাজাঁ উদ্ধার করে। এর আগেও বেশ কয়েকবার মাদক ব্যাাসায়ী বেবী বেগমকে গাজাঁ ও ইয়াবাসহ আটক করা হয়েছিল। মোংলা থানায় তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। পরে থানায় ভ্রম্যমান আদালত মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী সচিব জনাব, নয়ন কুমার রাজবংশী বেবী বেগমকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায় আরো ১৫ দিনের সাজার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব, বুলু শেখ, পরিদর্শক জনাব, মিলন কুমার মুখার্জীসহ নৌবাহিনী, কোষ্টগার্ড ও মোংলা থানা পুলিশের সদস্যরা।