ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলা কাটা মা ও দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা সিলেটে। জানা যায়, সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুরে একই পরিবারের তিনজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তাদের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে মা ও দুই শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি এবং ঘটনার বিস্তারিত তদন্ত শেষে পড়ে জানা যাবে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।