বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:০৪

অস্ত্র এবং গুলিসহ আটক ২ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ বৃহস্পতিবার ভোরে ১টি বিদেশি পিস্তল এক রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ আর এই ঘটনা বেনাপোলের পুটখালি সীমান্তে।
আটককৃতরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের শ্রী কানাই সরকারের ছেলে শংকর কুমার সরকার (২৫) ও সাজ্জাদ আলীর ছেলে আজিম শেখ (২০)।
যশোর ডিবি পুলিশের ওসি জনাব, সৌমেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালির খলসি গ্রামে অভিযান চালিযয়ে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে এই অস্ত্রের চালানসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।