ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিলিন্ডার গ্যাসের গোডাউনের শার্টার ও কেচি গেইটের তালা কেটে ২২১টি গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আর এই ঘটনা ময়মনসিংহে ত্রিশালে। সিলেন্ডারগুলোর আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর জেলার হাসান হৃদয় (২৭), তরিকুল ইসলাম (৩০) ও মুন্সিগঞ্জের মোঃ বিজয় (২২)।
শনিবার (২৯ মে) সকালে জেলা গোয়েন্দা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে ঢাকার গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি জনাব, শাহ কামাল আকন্দ। তিনি বলেন, গত বছরের ২০ জানুয়ারি দিবাগত রাতে ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ী মোড়ে ভাই ভাই টেডার্স নামে একটি পেট্রোম্যাক্স এলপিজি সিলিন্ডার গ্যাসের গোডাউনে এই তিনজন হানা দেয়। গোডাউনের শার্টার ও কেচি গেইটের তালা কেটে ২২১ টি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। যার অনুমান মূল্য ৫ লক্ষ টাকা।
এই চক্রটিকে ধরতে দীর্ঘ অনুসন্ধান শেষে তাদেরকে চিন্হিত করা হয়। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে ডিবির এসআই মোঃ সোহরাব আলীর নেতৃত্বে ডিবির একটি দল ঢাকার গাজীপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এসময় চুরি করার জন্য ব্যবহার করা বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞেসাবাদে দেশের বিভিন্ন স্থানে চুরি করার বিষয়টি তারা স্বীকার করেছে এবং শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তিনজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পাঁচটির অধিক মামলা রয়েছে।