শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:০০

ঈদের চাঁদ দেখার নির্দেশনা আগামীকাল সৌদিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ ২৮ রমজান চলছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে। আগামীকাল ২৯ রমজান। আরবি মাস হিসেবে রমজান মাসও ২৯ দিন হওয়ার সম্ভাবনা রাখে।
সেক্ষেত্র সৌদিতে বসবাসরত সকল মুসলিমদের ২৯ রমজানের সন্ধাবেলা থেকে নতুন চাঁদ দেখার আদেশ করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
সৌদি কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে আগামীকাল মঙ্গলবার (২৯ রমজান) সন্ধায় শাওয়ালের চাঁদ দেখবার জন্য। এদিন যদি কেউ নতুন চাঁদ দেখতে পায় তাহলে সুপ্রিম কোর্টকে জানানোর অনুরোধ করা হয়েছে।
বিবৃতিতে আরোও বলেন, যদি কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখতে পান তাহলে নিকটস্থ আদালতে জানাতে এবং সাক্ষ্য নিবন্ধন করতে বলা হয়েছে।