শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:২৭

একজন রোহিঙ্গা ডাকাত গ্রেফতার হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রোহিঙ্গা ডাকাত জিয়াউর রহমানকে (৩১) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আর এই ঘটনা কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের এইচ ব্লক এলাকা থেকে।
রোববার (১৮ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে এই অভিযান চালানো হয়। গ্রেফতার জিয়াউর রহমান এইচ ব্লকের আলী আহমদের ছেলে।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জনাব, তারিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিয়াউর রহমান রোহিঙ্গা ডাকাত কামাল গ্রুপের সক্রিয় সদস্য। তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।