মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:৪৭

ট্রেন দুর্ঘটনায় ৩৬ জনের প্রাণহানি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন তাইওয়ানে একটি টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত হয়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর আল জাজিরা’র।
শুক্রবার (২ এপ্রিল) সকালে তাইওয়ানের পূর্বাঞ্চলে একটি টানেলের ভেতরে জনাকীর্ণ ট্রেনটি লাইনচ্যুত হলে হতাহতের এই ঘটনা ঘটে।
তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে সেখানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। এ উপলক্ষে অনেক মানুষ এক এলাকা থেকে অন্য এলাকায় ভ্রমণ করছিলেন। যার কারণে স্বাভাকিভাবেই ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল।
তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৭২ জন ট্রেন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরে এখনও অনেক যাত্রী আটকা পড়ে আছেন বলেও জানিয়েছে তারা।