সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:০৫

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করলো এক বৃদ্ধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬০ বছরের বৃদ্ধর বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আর এই ঘটনা ফরিদপুরের বোয়ালমারীতে।
এই ঘটনায় বৃহস্পতিবার (২৫ মার্চ) ওই কিশোরীর মা বাদি হয়ে বোয়ালমারী থানায় ধর্ষককে একমাত্র আসামী করে ধর্ষণের মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৪।
ধর্ষণের শিকার ঐ প্রতিবন্ধী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর এলাকার ১৫ বছরের শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী গত ২৩ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে কালিয়ান্ড বাজারে যাওয়ার সময় ধর্ষক আলেক মিয়ার (৬০) বাড়ির কাছে পৌঁছালে আলেক মিয়া তাকে জোর করে ধরে নিয়ে তার ঘরের ভিতরে ফেলে ধর্ষণ করে। পরে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়িতে এসে এঘটনা তার মাকে আকার ইঙ্গিতে বলে। তার মা বৃহস্পতিবার সকালে ওই কিশোরীকে নিয়ে থানায় এসে আলেক মিয়াকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
এই ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন অর রশীদ বলেন, প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি আলেক মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।