ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদী থেকে।
রোববার (২১মার্চ) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার পৌরসদরের বংশাই নদী থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছেন নিহত ব্যক্তির বয়স (৩৪) হবে।
এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) জনাব, দীপংকর ঘোষ, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) জনাব, মো. গিয়াস উদ্দিন পিপিএম।
এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) জনাব, মো. গিয়াস উদ্দিন পিপিএম জানান, উদ্ধারকৃত ব্যক্তির মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।