ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক এবং মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে আর এই ঘটনা ফরিদপুরের সদর উপজেলায়।
রবিবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মাছকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, সকালে মাগুরা থেকে ঢাকায় যাচ্ছিল মাইক্রোবাসটি।
পথে ঢাকা-খুলনা মহাসড়কে মাছকান্দি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।
নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।