শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:৩১

মাটিচাপায় ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুক্রবার মাটিচাপা পড়ে আপন দুই ভাইসহ এক মামাতো ভাই মারা গেছে আর এই ঘটনা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত গ্রামে।
নিহতরা হচ্ছে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের বারবলদিয়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে হজরত আলী (৭) ও আবির হোসেন (৫) এবং তাদের মামাতো ভাই কিশামত গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৪)।
পুলিশ ও শিশুদের পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে হজরত আলী ও আবির হোসেন তাদের নানার বাড়ি সুন্দরগঞ্জের কিশামত গ্রামে যায়। তারা দুই ভাই শুক্রবার (১৯ মার্চ) সকালের দিকে মামাতো ভাই রিফাত মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ির অদূরে খেলতে যায়। সেখানে রাস্তার কাজে নতুন মাটি ফেলা হয়েছে।
মাটি কাটার কারণে রাস্তার পাশে অনেক গর্ত হয়েছে। সেই গর্তে খেলার এক পর্যায়ে পাশের বালু মাটি ভেঙে তারা তিনজনই চাপা পড়ে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের পায়নি। পরে দুপুরে সন্দেহবশত নতুন রাস্তার গর্ত খুঁড়ে তাদের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি জনাব, আব্দুল্লাহিল জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।