বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২৩

বেনাপোল বন্দরে পেয়াজ আমদানি প্রায় দেড় বছর পর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেনাপোল বন্দর দিয়ে প্রায় দেড় বছর পর দুই ট্রাকে প্রায় সাড়ে ৪২ মেট্রিক টন ভারতীয় পেয়াজ আমদানি হয়েছে। উৎপাদন সংকট দেখিয়ে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেয়াজ রফতানি বন্ধ করেছিল ভারত সরকার।
বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৮ টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পেয়াজবাহী ট্রাক দুটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।
পেয়াজের বাংলাদেশি আমদানিকারক যশোরের দিন ইসলাম ট্রেডার্স। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে পণ্য ছাড় করাতে আমদানিকারককে সহযোগিতা করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট সেঁজুতি এন্টারপ্রাইজ।
আমদানিকারক দীন ইসলাম জানান, প্রতি মেট্রিক টন পেয়াজের আমদানি মূল্য পড়েছে ১৪০ মার্কিন ডলার। পণ্য ছাড় করাতে সরকারকে আমদানি মূল্যের উপর ১০ শতাংশ শুল্ক কর পরিশোধ করতে হচ্ছে।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ভারত সরকার পেয়াজ আমদানির অনুমতিতে প্রথম দিকে দেশের অন্যান্য বন্দর দিয়ে পেয়াজবাহী ট্রাক প্রবেশ করলেও এতদিন বেনাপোল বন্দর দিয়ে কোন ট্রাক ঢোকেনি। এতে বাজারে যে পরিমাণে পেয়াজের মূল্য কমার কথা ছিল তা কমেনি। বর্তমানে এ পথে পেয়াজ আমদানি হওয়ায় আশা করছেন বাজার পূর্বের চেয়ে দর কমে আসবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) জনাব, মামুন কবীর তরফদার জানান, আমদানিকৃত পেয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস নিতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।