ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ আর এই ঘটনা ফরিদপুরে। ফরিদপুর সদর উপজেলার জ্ঞানদিয়া এলাকা থেকে তুহিন শেখ (২৯) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বুধবার (১৭ মার্চ) জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) সুনীল কুমার কর্মকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জ্ঞানদিয়া এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন শেখকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৬৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।