রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:৫৫

আরও ৩ জন গ্রেফতার ইউএনও ওপর হামলার ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, এস এম মুনিম লিংকনের ওপর হামলার ঘটনায় পুলিশ আরও তিনজনকে গ্রেফতার করেছে আর এই ঘটনা চুয়াডাঙ্গার জীবননগরের।
বুধবার (১৭ মার্চ) রাতে জীবননগর থানা পুলিশ ও চুয়াডাঙ্গা ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, জীবননগরের মিনাজপুর গ্রামের মৃত ফকির মোহাম্মদ বিশ্বাসের ছেলে মহিবুল ইসলাম (৪৫), খাদেম হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩০) এবং সিরাজুল ইসলামের ছেলে হামিদ হোসেন (২৮)। এ ঘটনায় এ পর্যন্ত মোট সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) রাতে জীবননগরের ইউএনও জনাব, এস এম মুনিম লিংকন জীবননগর থানায় রাষ্ট্রীয় কাজে বাধা দানের জন্য একটি মামলা করেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জীবননগরের ইউএনও জনাব, এস এম মুনিম লিংকন মঙ্গলবার রাতে থানায় মামলা করার পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে। বুধবার রাতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে মঙ্গলবার রাতে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গার জীবননগরের কাটাপোল গ্রামে ইটভাটার মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মঙ্গলবার দুপুরে মঈদুল নামের একজন বাইসাইকেল আরোহী নিহত হন। এই ঘটনার পরিদর্শনে গেলে ক্ষুব্ধ গ্রামবাসী ইউএনও জনাব, এস এম মুনিম লিংকনের ওপর হামলা চালান।