বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:১২

১০ বছর করে কারাদণ্ড হয়েছে দুই মাদক কারবারির।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২১ কেজি গাঁজাসহ বরিশাল নগরী থেকে আটক, কুমিল্লার মাদক কারবারি আল আমিন ও হুমায়ুন কবির হিরনকে মামলায় ১০ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক জনাব, মুহাম্মদ মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হল- কুমিল্লা জেলার বুড়িংচর জগৎপুর মধ্য পাড়ার সিরাজুল ইসলমের ছেলে আল আমিন এবং একই এলাকার আবু তাহেরের ছেলে হুমায়ুন কবির হিরন।
আদালতের বেঞ্চ সহকারি জনাব, রেজাউল ইসলাম লিটন জানান, ২০১৪ সালের ১৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই জনাব, আহসান কবির তার সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর বান্দ রোড কেডিসি বালুর মাঠ এলাকায় অভিযান চালান। এ সময় ২১ কেজি গাঁজাসহ আল আমিন ও হুমায়ুন কবির হিরনকে আটক করে মামলা দায়ের করেন।
একই বছর ২৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি জনাব, আবুল কালাম আজাদ আদালতে ওই দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।