ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুতের খুঁটি ভেঙে ডেসকোর ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নেটওয়ার্ক প্রতিষ্ঠানের দুইজন শ্রমিক নিহত হয়েছেন আর এই ঘটনা গাজীপুরের টঙ্গী মিলগেটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে টঙ্গী মিলগেটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে স্পিড সিএনজি পাম্পের সামনে বাস র্যামপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প ও সড়ক প্রশস্তকরণের জন্য বৈদ্যুতিক খুঁটি অপসারণ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার শামসুল হকের ছেলে সোহাগ (২৫), অপরজন জামালপুর জেলার রসুল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৬)। আহত একজনের নাম সাইফুল (২৬)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূর্ব থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েক দিন ধরেই বিআরটি কাজের জন্য পুরনো বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণ করা হচ্ছে। মেসার্স নেটওয়ার্ক ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিকরা খুঁটিগুলো অপসারণ করছিলেন।
অপসারণের সময় হঠাৎ করেই পুরনো বৈদ্যুতিক খুঁটি ভেঙে শ্রমিকদের গায়ের উপর পড়ে। ঘটনাস্থলেই সুমন ও সোহাগ নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ দুটি শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ জানান, পুলিশ নিহত দুইজনের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।