ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইয়াবা এবং গাঁজাসহ ফরিদুল ইসলাম (৪০) নামক এক যুবককে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ আর এই ঘটনা দিনাজপুরের বিরামপুরে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির।
শুক্রবার (১২ মার্চ) গভীর রাতে উপজেলার বিনাইল ইউনিয়নের কুন্দন গ্রামে এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফরিদুল ইসলাম উপজেলার বিনাইল ইউনিয়নের কুন্দন গ্রামের মৃত্যু আব্দুল জব্বারের ছেলে।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, গোপন সংবাদের মাধ্যমে জানাতে পারি উপজেলার বিনাইল ইউনিয়নের কুন্দন গ্রামের একটি বাড়ীতে মাদকদ্রব্য রেখে দীর্ঘদিন যাবত ব্যবসা করছে। সেই সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সঙ্গীয় ফোর্সসহ ফরিদুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ পিছ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার পৃর্বক ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত ফরিদুল ইসলামের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা (মামলা নম্বর-১৮) দায়ের পৃর্বক শনিবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।