শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৩

বালু উত্তোলনে সহায়তার দায়ে ৭ দিনের কারাদন্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে বালু উত্তোলনে সহায়তার দায়ে আলম নামের ১ জনকে ৭ দিনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব, এস এম রবিন শীষ আর এই ঘটনা সিরাজগঞ্জের বেলকুচিতে।
বুধবার (১০ মার্চ) দুপুরে বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়ি বাজারের পাশে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় অবৈধভাবে বালু উত্তোলনে সহায়তা করার দায়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আলম সিরাজগঞ্জ সদরের (সায়দাবাদ) ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
এই বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব, এস এম রবিন শীষ এবং তিনি বলেন আমরা দুপুরে বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়ি বাজারের পাশে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করি।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনে সহায়তা প্রদান করার দায়ে একজনকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তকে কারাগারে প্রেরণ করা হয়েছে।