ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ড্রাম ট্রাকের চাপায় রোকেয়া বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে আর এই ঘটনা রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরে। রোকেয়া সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ইউনিয়নের আইয়ুব আলী খার স্ত্রী। এই ঘটনায় বুধবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী নিহত রোকেয়ার স্বামী আইয়ুব আলী খা জানান, রোকেয়ার মা জাবেদা বেগম অসুস্থ। যে কারণে মঙ্গলবার দুপুরে ছেলে রফিকুল ইসলামের মোটরসাইকেলে চেপে সদর উপজেলার আলীপুর বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তাদের মোটরসাইকেলটি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরে পৌঁছলে বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ছেলে রফিকুল ইসলাম রাস্তার পাশে পরে গেলেও রোকেয়ার শরীরের ওপর দিয়ে ড্রাম ট্রাকের চাকা উঠে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকেয়াকে মৃত বলে ঘোষণা করে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ঘটনার পর পরই থানা পুলিশের সদস্যরা ঘাতক ড্রাম ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে।